মমি রহস্য
মমি রহস্য
Tk. 20.00
nআলােড়ন সৃষ্টিকারী একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ১৮২২ সালের ২২ সেপ্টেম্বর জঁ ফ্রাঁসােয়া শাপলিয় মিশরীয় লিপি হায়ারােগ্লিফের পাঠোদ্ধার করার পর সারা বিশ্বে বেশ আলােড়ন সৃষ্টি করেন। তার ঠিক একশাে বছর পর অর্থাৎ ১৯২২ সালের। ২৫ নভেম্বর বালক রাজা ফারাও তুতেনখামেনের সমাধিগুহার প্রথম পাথরটি সরানাে হয় পুরাতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভনের নেতৃত্বে। ১৮৯২ সালে হাওয়ার্ড কার্টার মিশরে গিয়েছিলেন বিশ্বখ্যাত প্রত্নসন্ধানী স্যার ফ্লিল্ডার্স পেট্রির ড্রাফটসম্যান হিসেবে। এদিকে ১৯০২ সালে স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশ্যে ডাক্তারদের পরামর্শে মিশরে যান লর্ড কার্নারভন। এরপর ১৯০৮ সালে কার্নারভনের অর্থ সাহায্যে হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভনের নেতৃত্বে থিবসের পশ্চিমে পুরাতাত্ত্বিক অনুসন্ধান কাজ শুরু করেন।





ভয়ঙ্কর এক রাত
টাইরোনি : ত্রাসের রাজত্ব
বর্ণমালা : শিক্ষামূলক পপ্ আপ গ্রন্থ-৩
ঘড়ির গল্প : ঘড়ি বিষয়ক আশ্চার্য সব তথ্য নির্ভর